ভাবি যখন সব দেখেছি
নেই কিছু আর দেখার
ভাবি যখন এ সংসারে
সবাই আমার একার
হঠাত তখন দাও দেখিয়ে
হয়নি কিছুই দেখা
যে যার মতো আছে সবাই
আমিই শুধু একা।
ভাবি যখন অনেক হলো বলা
আর কিছু নেই বলার
ভাবি যখন অনেকটা পথ চলে
পথ নেই আর চলার
হঠাত তখন দাও শুনিয়ে
হয়নি কিছুই বলা
ছিলাম যেথায়, দাঁড়িয়ে আজও,
হয়নি পথেই চলা।
ভাবি যখন আঁধার কেটে
বুক ভরেছে আলোয়
ভাবি যখন মন্দ শেষে
ভরলো এবার ভালোয়
হঠাত দেখাও আঁধার মাঝে
খুব সামান্যই আলো
মন্দ ছেয়ে চতুর্দিকে
সামান্য তার ভালো।
ভাবি যখন এগিয়ে গেছি
সবাই আমার পিছেই
ভাবি যখন সবার উপর,
সবাই আমার নিচেই
হঠাত দেখাও সামনে সবাই
আমিই সবার পিছে
দেখাও সবাই ঊর্ধ্বে হাসে
আমিই সবার নিচে।
ভাবি যখন দুঃখ তো শেষ
আছি এখন সুখেই
ভাবি যখন নিজের করে
সুখ বেঁধেছি বুকেই
হঠাত তখন দুখের ছায়া
দেখাও আমার সুখে
দুঃখ ছাড়া আর কিছু নেই
শূন্য আমার বুকে।
জগত মাঝে অবুঝদের কি
এমনি করেই বুঝাও
অল্প আলোয় ঝলসে যে চোখ
তোমার আলো খুঁজাও?
এমনি করেই তবে যেন
তোমায় আমি বুঝি
আলো ছায়ার মাঝে যেন
পাই তোমারে খুঁজি।