এমনি করে আমায় রেখো মনে
ডেকে নিও কাছে তোমার, ভুললে কোন ক্ষণে।
চলতে পথে মনোযোগের অভাব
পথের মাঝে পথ ভোলা যে স্বভাব
পথ দেখিও যখন আমি হারাই আঁধার বনে।
লক্ষজনের মাঝে তোমায় হারিয়ে ফেলার ভয়
থাকবে শুধুই আমার সাথে এমন তবুও নয়।
সবাই তোমায় কাছে মাগে
থেকো যেথায় ভালো লাগে
আমায় ডেকো তাদের মাঝে থাকো যাদের সনে।
তৃষ্ণা, ক্ষুধা, অভাব মাঝে
থেকো আমার সকল কাজে
তুমিই থেকো তোমার দেয়া ব্যথার নিবারণে।