আমি গর্বিত এক বাঙালি,
আজও বাংলায় কথা বলি
আমি গর্বিত এক বাঙালি,
আজ পৃথিবীর বুকে চলি।

আমি গর্বিত এক বাঙালি,
ভাষা-শহীদের জাতি
ভাষাকে বাঁচাতে বুলেটের মুখে
নির্ভয়ে বুক পাতি।
মায়ের ভাষাকে বাঁচাতে আজও
শিখা অনির্বাণ জ্বলি
আমি গর্বিত এক বাঙালি,
আজও বাংলায় কথা বলি।

রফিক, জব্বার, সালাম, বরকত
আমার রক্ত-চেতনায়
মায়ের ভাষাকে ভালোবাসাতে
সারা পৃথিবীকে শেখায়।
আমি বায়ান্ন, আমি ফেব্রুয়ারি
আমি যে একুশ, গর্ব তারই
আমি উন্নত শিরে গ্রহণ করি
পৃথিবীর দেওয়া অঞ্জলী
আমি গর্বিত এক বাঙালি,
আজও বাংলায় কথা বলি।

আমি ভাষা-খুনীদের বুকের গহীনে
প্রাণ-সংহারী-ত্রাস
আমি অত্যাচারীর কারাগার ভেদি'
স্বাধীনতায় উদ্ভাস।
আমি মুক্তিযোদ্ধা, সংগ্রামী-একাত্তর
আমি হাস্যোজ্জ্বল, বিজয়ী-ডিসেম্বর
আমি বাংলায় লিখি, বাংলায় গাই,
বাংলা-বিদ্বেষী দলি'
আমি গর্বিত এক বাঙালি,
আজও বাংলায় কথা বলি।