একটা মুহূর্ত চাই
নিজেকে ফিরে পেতে চেতনার পূর্ণতায়
যখন অনুভূতি বাঁজে নিস্তব্ধ হৃদয়ের বীণায়।
একটা মুহূর্ত চাই
যখন সময়ের কথা বলে, কাব্যফুল সুবাস ছড়ায়
যখন কবির ছবি কথা বলে, কবির কবিতায়।
একটা মুহূর্ত আসে
যখন শেষ ট্রেন চলে যায়, বলে যায় পরিহাসে
সে হারায় তারে আগে, যে যাকে ভালোবাসে।
একটা মুহূর্তের ছোঁয়া
বদলে দেয় জীবনের যত কিছু যত্নে থাকে থোয়া
তারপর পিছন ফিরে দেখা শুধু জীবনের ধোঁয়া।
একটা মুহূর্তের ক্ষণে
বারুদের শলা আগুন জ্বালায় মৃদু ঘর্ষণে
জলে আগুন জ্বলে অবিরাম শ্রাবন বর্ষণে।
জীবন পথের মুহূর্ত স্বল্প
দুপাশের আলো-ছায়া’র দেখা হয় অল্প
দিনান্তে ঘরে ফেরা, পথে ফেলে যত পথের গল্প।