হায় রে! হলো আমার এ কী সর্বনাশ!
ঘরে যে আর মন টেকে না, ঘুরি বারোমাস
হলো আমার এ কী সর্বনাশ!
লাঙল দেবার যখন সময়
সাধের জমিন পতিতই রয়
আমার ঘোরা বৃথা যে হয়, হয়না জমিন চাষ
হলো আমার এ কী সর্বনাশ!
এ কেমন খ্যাপা আমি, মানি নাকো রীতি
ঘরের চেয়ে পথেই আমার অনেক বেশী প্রীতি।
পথের সাথীও অসত্ ক'জন
হয় না যে তাই সাধন-ভজন
তবু যে চায় এ ভোলা মন, তাদের সাথেই বাস
হলো আমার এ কী সর্বনাশ!
কে আছে গো দয়াল মুর্শিদ
দিব্য-জ্ঞানে ভাঙাবে নিদ
আমি যে তার হব সাগরিদ, (আমার) মিটবে কী সে আশ?
হলো আমার এ কী সর্বনাশ!