১। দুটি নাম
-------------------
নবী আমার পথের দিশা, আল্লাহ আমার রব
এই দুটি নাম হৃদয় মাঝে করি অনুভব।

ওই, দুটি নামের মধুর বাঁধন
বাঁধায় আমার জীবন-সাধন
সেই সাধনায় যেন ভুলি দুঃখ, ব্যথা সব।

শেষ বিচারের আদালতে নবী আমার উকিল
আল্লাহ আমার বিচারপতি, নয় যে মোটেও বখিল।
দোজখ যাওয়ার যাও আছে ভয়
বেহেস্ত পাওয়ায় নেই সংশয়
ওই, দুটি নামের মাহাত্মে যে সকলই সম্ভব।

এই জগতের হাটের মাঝে
ব্যস্ত সদাই নানান কাজে
তবু, ওই দুটি নাম তোলে মনে নীরব কলরব।
**************************

২। হতাম যদি বনেরো বুলবুলি
----------------------------
ও আল্লাহ! হতাম যদি বনেরো বুলবুলি
গানের সুরে গেয়ে যেতাম তোমার ও নামগুলি।
নাই যদি গো শুনতে সে গান
আকুল তোমার করতামই প্রাণ
মোহাম্মদের নামেতে সুর তুলি।

কণ্ঠ দিলে, ভাষা দিলে, দিলে না যে সুর
লজ্জা যে পাই, ডাকলে তোমায় হবে না মধুর।
হতাম যদি বনের পাখি
মন ভরাতাম ও নাম ডাকি
আকাশ বাতাস ভরিয়ে দিতাম ওই নামে সুর তুলি।

তবুও তোমায় হাজার শোকর করলে আমায় মানুষ
কোরান বুকে মোহাম্মদকে পাঠিয়ে - দিলে হুশ।
মোহাম্মদ ও তোমারই নাম
এই জীবনের জপ করিলাম
এমন যেন দিন না আসে, ওই দুটি নাম ভুলি।