এক গ্রামে ছিল এক কাঠুরী - কাঠ কেটে বনে
বাজারে বিক্রি করতো জীবিকার প্রয়োজনে।
হঠাত লক্ষ্য করে এসেছে এক নতুন কাঠুরী
প্রতিদিন সে কাঠ আনে বাজারে ভূরি ভূরি।
কৌতুহলে পুরানো কাঠুরী করে অনুসরণ -
দেখে নতুন কাঠুরী কাঠ কাটেও অল্পক্ষণ।
দেহের সামর্থেও দুজনের যথেষ্ঠ সমতা
বেশী কাঠ তবে কাটে তার কোন্ ক্ষমতা?
সাবধানে দূর থেকে পেতে পেতে আড়ি
একদিন গেল সে নতুন কাঠুরীর বাড়ি।
দেখে, নতুন কাঠুরী যতক্ষণ থাকে ঘরে
ধার দিতে কুঠারে তার সময় ব্যায় করে।
কর্ম-কাজে যদি চাই হোক বেশী অর্জন
কর্ম-দক্ষতায় তীক্ষ্ণ ধার বেশী প্রয়োজন।
পেতে তা সারাজীবন প্রশিক্ষণের বিকল্প নেই
যে করে জ্ঞান-দক্ষতা নবায়ন, জয়ী হয় সেই।