জল আর মাটি মিশে তৈরী হলে কাদা
কুমারের হাতে হয় পাত্র রূপে বাঁধা।
শক্ত হয় সেই পাত্র রোদ্রে পুড়ে পুড়ে
তবু পাত্র গলে যায় জল দিলে ছুড়ে।
সঠিক দহন পেলে গলনটা থামে
সয়ে যেতে পারে সব, বৃষ্টি যত নামে।
জীবনটা গড়ে তোলে ভালোবাসা, যত্ন
দহন বিহনে তবু হয় না তা রত্ন।
সামান্য দহন-তাপে শক্ত হয় অল্প
সে জীবনে কম হয় টিকে থাকা গল্প।
ঠিক দহন ঘটে তাতে ধৈর্য ও শ্রমে
দুঃখ, ব্যথা আনে তাতে সহিষ্ণুতা ক্রমে।
দিনে দিনে সয়ে সয়ে সে তীব্র দহন
একদিন রত্ন হয় মনুষ্য জীবন -
ঠিক যেন গ্রাফাইট অতি চাপ, তাপে
রত্ন হলে রত্নকার উচ্চমূল্যে মাপে।