কে কাঁদো স্বজন-বন্ধু দাঁড়িয়ে আমার সমাধির পাশে
দুফোটা চোখের জল ফেলে তার বুকের সবুজ ঘাসে?
আমি নেই সে সমাধির নীচে ঘুমিয়ে অথবা জেগে
আমি যে মিশে গেছি বয়ে যাওয়া বাতাসের বেগে।
আমি তো উড়ে গেছি আকাশে পাখির মুক্ত ডানায়
অথবা চুপটি করে বসে আছি শিশিরের মুক্তো দানায়।
অথবা সোনালী শস্যদানায় সকালের রোদ খেলা করি
অথবা মেঘ থেকে বর্ষা ও শরতে বৃষ্টি হয়ে ঝরি।
আমাকে খুঁজো ঘুম থেকে জেগে সকালের নিস্তব্ধতায়
অথবা ব্যস্ত যে পাখিদল বৃত্তে ওড়ে দিগন্তের সীমানায়।
অথবা আমাকে খুঁজো পলিঘোলা নদীর জল-তরঙ্গে
পৃথিবীর পথে হাঁটা ঘর্মাক্ত, কর্মক্লান্ত মানুষের সঙ্গে।
অথবা রাতের আকাশে নরম আলোর তারা হয়ে হাসি
আমি তো মরিনি - কারণ আমি পৃথিবীকে বড় ভালোবাসি।
ও বন্ধু-স্বজন! দাঁড়িয়ে কেঁদো না আমার সমাধির পাশে
সে কি ঘুমায় সেখানে - যে পৃথিবীর সবকিছু ভালোবাসে?