আমায় তোরা দিসনে গো, আর দিসনে মিছে আশা
সময় গেলে আর কবে তার পাবো ভালোবাসা?
আমি যে তার যোগ্য নই; তাইতো সদাই ভয়ে রই
এই পথে তার কোনদিনই হবে না আর আসা।
সে কেমন প্রেমিক, মনের মাঝের প্রেমকে খোঁজে না?
শুধু কর্ম দেখে সে, মর্ম-মাঝের ব্যথা বোঝে না।
না বুঝে তার প্রেমের ধরন; তারে, ভালোবেসে হলো মরণ
তার প্রেমেতেই মরছি ডুবে, হবে কি আর ভাসা?