সুস্বাদু সব খাবারগুলো ভর্তি করে প্লেটে
তোমরা খেয়ে ফেলবে যা সব আমরা খাবো চেটে
ভাবছো মোদের শুকনো জি'বা ভরবে যখন জলে
হাত বাড়িয়ে চাইবো তখন, দেন গো বাবু, বলে।
একটু ছুড়ে হাত নাড়িয়ে বলবে, যা সব দূরে
গতরখানা না খাটিয়ে চাস কি উদোর পুরে?
না বাবু আর চাইবো না
ঠেললে, কাছে আইবো না -
দিনে দিনে দিন গিয়েছে চলে
দেন গো বাবু বলবো না
পেটের ক্ষুধায় জ্বলবো না
এবার শুধু তোমরা যাবে জ্বলে।
নানান রঙের দামি পোশাক ঢাকবে তোমার দেহ
গহনা আর সুগন্ধিতে ঝলসাবে চোখ কেহ
ভাবছো মোরা দেন গো বলে পাতবো দু'খান হাত
নোংরা ছিন্ন বস্ত্র গায়ে দীন ভিখারির জাত।
সস্তা কাপড় আর পুরানো দেবে ফেলার দায়ে
লাইন দিয়ে নত শিরে পরবো সে সব গায়ে?
না বাবু আর সে'দিন নাই
দামি নতুন পোশাক চাই
নইলে বাবু ভাঙবো তোমার ঠ্যাংটা
না বাবু আর চাইবো না
চক্ষু লজ্জা পাইবো না
সত্যি এবার তোমরা হবে ন্যাংটা।
আমার যা সব আমায় দেবে, লাগবে কেন চাওয়া
নইলে পতন আনবে তোমার দিন বদলের হাওয়া।
দিনে দিনে ঢের বেড়েছে পাহাড় সমান ঋণ
শুধতে যদি না জানো তো আসলো কাড়ার দিন।