হায় মুসলিম! হারায়েছ আজ সত্য ইসলাম ধর্ম
ধর্মের নামে তাই করে যাও সহস্র অপকর্ম।
ধর্মের নামে মানুষ মেরে ভাবো, হলে মহাবীর
কতগুলো খুন হয়েছিল বলো নিজ হাতে নবীজির?
খুন করার আগে আজ শত্রুকে মহান ইসলামের
কত যে শত্রু বন্ধু হয়েছে ইতিহাস দেখো ফের।
ইসলাম বলে, করো যদি খুন একটি মাত্র প্রাণ
জেনো তা হবে মানব জাতিকে হত্যা করার সমান।
আজকে যাদের খুনিছ হয়ত তারাই আগামীকাল
জয়ের ঝান্ডা হাতে নিয়ে হতো ইসলামে দিকপাল।
আল্লাহ বলেন নবীজিকে ডেকে, তোমার 'পরে ভার
আমার বাণী ধরার বুকে করো নিষ্ঠায় প্রচার।
উপেক্ষা যদি কেউ করে তা, দিলাম সে স্বাধীনতা
জোর করে কভু চাপায়ো না তারে আমার ধর্ম-কথা।
পাপ ও পূণ্য, স্বর্গ-নরক সেসব আমার হাতে
বিচারের মালিক শুধুই আমি, শাস্তি ক্ষমার সাথে।
ইসলাম মানে বুঝলে শুধুই মাটিতে নুয়ানো শির
হৃদয়ে লাগেনা একটু ছোঁয়া মুখে বলা কথাটির।
রাতে খাও দিনে বিশ্রাম নাও, ইফতারিতে বিলাস
তাও হালালের রোজগারে নয় - রোজা নাকি পরিহাস?
অন্যের হক ফাঁকি দিয়ে খেয়ে গায়েতে জমাও চর্বি
মক্কা ঘুরেই নামের সাথে আলহাজ্জ্ব লেখো গর্বি'।
যে যত মূল্যে কিনলে পশু তার তত গুনগান
কতটা রক্ত মাটিতে গড়ালো তাই দিলে কোরবান?
ইসলাম কয়, শ্রম কিনে নিও সদাই সঠিক মূল্যে
নবীজি যে এক শ্রমিক ছিলেন সে কথাই আজ ভুললে?
নবীজি বলেন, ত্বরা পরিশোধ করো শ্রমিকের দাম
অধর্ম হবে পরিশোধে যদি শুকায় গায়ের ঘাম।
আল্লাহ বলেন, ধনীদের ধনে গরীবের আছে রুজি
কত গরীবের রুজি খাই ধনী, আজ কে দেখে তা খুঁজি?
ধনী যতসব সাহাবা ছিলেন ইসলাম করে গ্রহণ
ধর্ম-সেবায়, মানব-সেবায়, তাঁরাই হ’লেন নির্ধন।
তোমরা আজকে ধর্ম প্রচারে করো বড় বড় সভা
গরীবের দেয়া লক্ষ টাকায় চেহারায় আনো প্রভা।
ইসলাম বলে, বুঝিয়ে দিও বোনেদের শরীকানা
অধর্ম হবে যদি বেশী নাও সেভাগের একটি আনা।
আজকে তোমরা তাদের বলো, এ বাড়িতে নেই খানা
বাবা ও মায়ের সম্পদ থেকে যদি চাও এক আনা।
মুসলিম বা অমুসলিম হোক, তোমার যে প্রতিবেশী
দুঃখ পেলে, ধর্ম তোমার জেনো হয়ে গেল শেষই।
নবীজি আমার নামাজ পড়তেন খেঁজুরের কুঁড়ে ঘরে
সেজদা দিতেন আল্লাহ স্মরি মরু বালুকার 'পরে।
আজকে আমরা অঢেল টাকায় বিশাল ম'জিদ গড়ি
শীতাতপ আর শ্বেতপাথরের ম'জিদে নামাজ পড়ি।
ভিখারীরা সব বাইরে দাঁড়ায়ে, মুসল্লিই না ধরে
কে জানে হয়ত আল্লা-ই রয় গরীবের কুঁড়ে ঘরে।
রচনা: ৩০ এপ্রিল, ২০১৬