বছর ঘুরে ধরার বুকে এলো রে রমজান
হৃদয় চেতন সিয়াম সাধন করো মুসলমান।
আজি বন্ধ হলো সাত দোজখের দ্বার
ইবলিস আজি বন্দী পরে গলায় শিকল-হার
মুসলিম জাহান ত্যাজিলো আজ দিনের পানাহার
আট বেহেস্ত খুললেন আজি আল্লাহ মেহেরবান।
ধরার বুকে এলো রে রমজান।
মুসল্লিরা মসজিদে যায় পড়তে তারাবিহ
পুণ্য-লোভীর অবিরত জিকির ও তাসবীহ
রহমতেরই বর্ষণে আজ ইফতার-সেহরিহ
মা-বোনেদের রান্না সাথে আনলো মধুর দান।
ধরার বুকে এলো রে রমজান।
হে গোনাহগার! তোর আছে যত পাপ
আজি আল্লাহ ডাকে করতে যে তা মাফ
যদি তোর হৃদয় কেঁদে রে করে অনুতাপ
কোরান নাজিল এই মাসেতে, পড়রে সেই কোরান।
ধরার বুকে এলো রে রমজান।
ভাগ্যহীনের তৃষ্ণা-ক্ষুধার জ্বালা
আজকে হলো সবার বুঝার পালা
লোভ-লালসায় আজ থেকে দাও তালা
দয়ার হৃদয় খোলরে আজ, যেমন আল্লাহ দয়াবান।
ধরার বুকে এলো রে রমজান।
রচনা: ৬ জুন, ২০১৬