ধন্য জনম আমার, জন্মেছি বঙ্গে
আমি বাঙালী, বাংলার ধূলি, জল, বায়ু মোর অঙ্গে।
বঙ্গোপসাগরের উপকূলে
ঘনশ্যাম সবুজ ও রঙিন ফুলে
মৌমাছি নাচে যেথা নিত্য দুলে
নীলাকাশ ভরে যায় প্রজাপতি, মুক্ত বিহঙ্গে।
ধন্য জনম আমার, জন্মেছি বঙ্গে।
গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও হেমন্তে
বহুরূপে রূপসী, শীত ও বসন্তে
আম, জাম, পেয়ারা, কাঁঠাল-গন্ধে
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বাঁচে এক সঙ্গে
ধন্য জনম আমার, জন্মেছি বঙ্গে।
কিষান কিষানীরা একসাথে খাটে
সোনার ফসল ফলায় অবারিত মাঠে
কোটি কোটি মানুষের এ সবুজ হাঁটে
বেদনা-আনন্দ, বাঁজে রোজ ছন্দ রং ও বিরঙ্গে
ধন্য জনম আমার, জন্মেছি বঙ্গে।
মাগো তোর বুকে কত মুক্ত নদী
একদিন বয়ে যেত স্রোতে নিরবধি
পায়ে তার বেড়ি দেয় আজি কেউ যদি
শত কোটি কণ্ঠে প্রতিবাদ উঠে, সে নিঠুর রঙ্গে।
ধন্য জনম আমার, জন্মেছি বঙ্গে।
যে মাটির বুকে লাখো নির্ভীক সন্তান
মুজিব, জিয়া দিয়ে গেছে জীবনের বলিদান
উন্নত শিরে সেথা আজি তাই গাই গান
স্বাধীন বঙ্গ চাই, নয় তার খণ্ডিত দেহ-দ্বিভঙ্গে।
ধন্য জনম আমার, জন্মেছি বঙ্গে।
রচনা: ১৭ সেপ্টেম্বর, ২০১৬