প্রতিটি জন্মদিন এখন চোখদুটো রাঙায়
রূঢ় অবয়বে বলে, সময় আর বেশী নাই।
প্রতি পল চলে গেছে করে করে হিসাবনিকাশ -
কত চাওয়া, কত পাওয়া আর কত বিকাশ,
তারপরও কতটুকু আজও আছে বাকি
যার কাছে পাওনা যা ঠিক মনে রাখি।
অথচ নির্বিকার ভুলে আছি, পৃথিবীর কাছে
প্রতিটি নিঃশ্বাসে কতটুকু ঋণ লেখা আছে।
যাদের জন্যে আমার খাতায় আজও লিখি ঋণ
তাদের কেউ করেনি স্মরণ - কাল ছিল আমার জন্মদিন।
বন্ধু যারা জানালে কাল শুভেচ্ছার বাণী
তোমাদের আজ তাই আত্মার আত্মীয় মানি।
জন্ম যখন মানুষের, মৃত্যুতেও রয়ে যাব পাপী
ভয় শুধু, পৃথিবীর কাছে রয়ে গেলাম ঋণখেলাপি।
বিধাতার ক্ষমা পাব, সে আশা রাখি
পৃথিবীর ক্ষমা যদি না পাই - ফাঁকি, সবই ফাঁকি।