তুমি কি বোঝনা আমি যে তোমার
চরণে লুটাতে চাই
যে ফুলে তোমার হৃদয় ভরে
সে ফুল ফুটাতে চাই।
আমি যে অতি দুর্বল তৃণ
তোমার হৃদয়ে রহিলে ঘৃণ
তোমার বুকেতে পারিনা উঠিতে
আমারে আমি যতই উঠাতে চাই।
তুমি কি নেবে না একটু আদরে
এ মাটি হতে তুলে
তুমি কি নেবে না একটু সুরভী
যা আছে আমার ফুলে?
তোমার ও হাত পাপড়িতে থুয়ে
মধুর পরশে দাও যদি ছুঁয়ে
ঝরিয়া তখন ভরিব জীবন
সেই আশাতেই আজও ফুটে আছি
শীর্ণ বুটাতে হায়!