গরু বলে ছাগলকে
হুঃ হুঃ করে বুঝাস কী তুই পাগলকে?
আমার মতো বুদ্ধিমান
বল্ দেখি ক্যান্ তোর কথাতে দেবে কান?
ছাগল বলে গরুকে
হাম্বাটা তোর শোনাগে বন-তরুকে।
আমার মতো চালাক যে
হুঃ হুঃ করেই মালিকদেরকে চালাক সে।
মুরগী বলে হাঁসে
তুই ছাড়া কোন্ উল্লুকে জলে এমন ভাসে?
উল্টো হয়ে ঢুকিস পাঁকে
পাছাটা দেখ - বলিস যেন আকাশটাকে।
হাঁস করে প্যাঁক মুরগীকে
নজরটা তুই দিলিনারে একটুখানি দূর দিকে!
কক্ করে তুই মারিস ঠোক
সামনে যা পাস - ভাত না হলে বিষ্ঠা হোক।
ভেড়া বলে কুকুরকে
ঘেউ ঘেউ তো করিস ন্যাড়া বানাতে রাত দুপুরকে।
তোর এই বদ স্বভাবেই
যার কাছে যাস সেই তো বলে দূর হ - ছেই।
কুকুর বলে ভেড়াকে
ভ্যা ভ্যা করে পালাস কেন যেই দেখিস এই ন্যাড়াকে?
মালিক ছাড়া আমিই রাজা
যেদিক চালাই, না গেলে তুই পাবি সাজা।
গাধা বলে, সবাই তোরা
করিস সমান গোলোযোগ আর বদের গোড়া।
আমার মতো দিলে সেবা
এতো কথার সময় তোরা পাতিস কে বা?