আমি জেনে গেছি তোমার বেদনা হে আকাশ!
অসংখ্য নক্ষত্রের প্রখর উত্তাপে নিরন্তর পুড়েও
তুমি যতই নির্বাক গম্ভীর থাকো
তোমার অব্যক্ত বেদনার রঙ স্পষ্ট হয়ে
ধরা পড়ে আমার দুচোখে সূর্যোদয় ও সূর্যাস্তের লালিমায়।
সেই নক্ষত্রের পথে হেঁটে আমারও পদদ্বয় পোড়ে নিরন্তর;
অথচ রয়ে যাই রঙহীন।
হয়তো তাই কোনদিন কেউ দেখেনি
আমার হৃদয়-আকাশের বেদনা।
কারো কারো বেদনা এতোটাই রঙহীন,
তা আজীবন রয়ে যায় দুর্বোধ্য।