দিগন্তে চেয়ে আকাশ দেখেছি নিচে
সমুখে ছুটেছি, চাইনিকো ফিরে পিছে।
ছুঁইনি আকাশ, হয়েছে তো পথ চলা
আকাশ থাকেনি সর্বদা নির্জলা।

কাঁটার আঘাতে চরণ হয়েছে ক্ষত
তবু তো পচিনি বদ্ধ জলের মত।
হেঁটেছি যেখানেই এই ধরণীর 'পরে
মানব হৃদয় একই রঙে খেলা করে।

মানুষের রঙে মিশেছি সবার সনে
অন্য পরিচয় আনিনি কখনো মনে।
যা কিছু পেয়েছি হেসে যায় সেই সুখে
পায়নি অনেকে, কেঁদে যাই সেই দুখে।

অচিরেই জানি মুছে যাবে পদছাপ
তবু হাঁটা শেষে করি নাকো পরিতাপ।
মিছে নয় পথে যত কিছু হলো দেখা
শিরোনাম ভেবে করিনিকো শুরু লেখা।