এ সংসারে যে যা বলে বলুক
তোমার আমার গোপন এ প্রেম
চলছে যেমন চলুক।
এমন থাকো, যেন সবাই
ভাবে ছেড়ে গেছো আমায়
তবুও তুমি যেমন আছ
তেমন থাকো দূরে
যাচ্ছি যেমন যাই না আমি
এমন করেই পুড়ে।
তাতেই বুকের জমাট বাঁধা
বরফটুকু গলুক
চলছে যেমন চলুক।
ভাবুক সবাই আমায় করো ঘৃণা
আমিই জানি ভালোবাসো কী না
থাক না গোপন তোমার আমার
মধ্যে ভালোবাসা
মেঘের পিছে ধুসর রঙিন
আবছা কুয়াশা।
তার পিছনেই ব্যথায় রাঙা
সূর্য নিচে ঢলুক
চলছে যেমন চলুক।
তোমায় শুধু আমার বলে
নাই বা করি দাবী
সবার মতই আমার তুমি
দোষ কী যদি ভাবি?
তোমায় নিয়ে ব্যস্ত যখন সবাই
অগোচরে আমার মনে
তোমার আলোই জ্বলুক
চলছে যেমন চলুক।