তুমি ছিলে আমার হাতে ধরা লাটাইটির খুব কাছে
তারপর আস্তে আস্তে ছেড়েছি সুতো,
উঠে গেলে তর তর করে মাথা হেলে দুলে,
যেন এক মিষ্টি মেয়ে,
বিদায়ের আগে মিষ্টি হাসিতে হাত নেড়ে, মাথা নেড়ে।
যত্নের করিনি ত্রুটি,
আচমকা দমকা হাওয়াই যেন মুখ থুবরে না পড় ভূমিতে।
হঠাৎ দেখলাম তুমি বিভোর হলে শুধু তুমিতে
উঠে গেলে অনেক উপরে নীল আকাশে,
ঝড়ের সাথে, মেঘের সাথে খেলছো তুড়ি মেরে।
আমি দাড়িয়ে আছি সবুজ পর্বতের চূড়ায়,
সুতোর প্রান্তটা বাঁধা এখনো আমার হাতের লাটাইয়ে।
উঠে গেছো আরও অনেক উপরে,
চলে গেছো আরও অনেক দুরে আমাকে পিছনে ফেলে,
ছিঁড়তে চাও আমার হাতে ধরা সুতো,
যেতে চাও আমার আয়ত্ত্বের বাইরে,
মুক্ত হয়ে ছুঁতে চাও উপরের নীলাকাশ,
খেলতে চাও বাজি রেখে ঝড়ের তান্ডব
আর চমকিত বিজলীর সাথে।
জানি, বাতাস আমার বন্ধু ছিল,
আমার শত্রু হলেও ঝড় এখন বন্ধু তোমার,
তথাপি কি আমি প্রানান্ত হব তোমাকে ফিরিয়ে আনতে?
বুকের ভিতর আকড়ে রাখতে?
ছিঁড়ে দিলাম সুতোর প্রান্তটা লাটাই থেকে,
মুক্ত তুমি দমকা ঝড়ের পিঠে চড়ে আকাশ ছুঁতে
বিরান পর্বতের চূড়ায় একা দাড়িয়ে আমি শুধু দেখছি,
তুমি চলে যাচ্ছ দুরে, বহু দুরে, আরও দুরে…
পার্থ, অস্ট্রেলিয়া,
১ মার্চ, ২০১৬