চাইলে পাবে খুব সহজে এমন কেন ভাবো?
ভাবতে শেখো যোগ্য হয়ে নিলেই তবে পাবো।
নেয়ার তরে হতেই হবে আগে তোমায় যোগ্য
নইলে হবে তোমার যা, তা অন্য কারো ভোগ্য।
যা খুশি তা চাইতে পারো, পারো না তা নিতে
নিতে হলে হাঁটতে হবে ধূসর ধরনীতে।
খাটতে হবে গাছ লাগিয়ে দিতে হবে জল
যত্ন নিয়ে ফুল ফুটালে তবেই হবে ফল।
অন্য কেহ তখন এলে করতে সে ফল ভক্ষণ
যুদ্ধ করো, রক্ত ঝরাও করতে সে ফল রক্ষণ।
অন্যে যখন সব করেছে চাইলে তুমি ভাগ
এমনকি সে ভিক্ষা দিতেও করতে পারে রাগ।
চক্ষু মেলো, বিধির বাগান ভাগ হয়েছে আগে
পাবে কি আর যোগ্যতাহীন চাইলে তুমি রাগে?
আর কিছু নেই এমন ভাবো? মস্তবড় ভ্রম
যোগ্য হলে, হাঁটলে খাটলে পাবে কেন কম?