এ মন যখন বেড়ায় ঘুরে দূরে বহুদূরে
তখন তুমি এসো ওগো আমার হৃদয়পুরে।
তারে তুমি শান্ত করো
তাহার যত ভ্রান্তি হরো
ক্লান্তি মুছে জাগাও তারে, জাগাও নতুন সুরে।
ঝরা পাতার শাখায় যেমন নতুন পাতা ধরে
শীতের শেষে বসন্তে তা রঙিন ফুলে ভরে।
তেমন রঙিন স্বপ্ন দিয়ে
মগ্ন করো আমার হিয়ে
দেখাও তুমি মরেনি তা, যা গিয়েছে পুড়ে।
সাগর যেমন বুকের ঢেউকে গহীন তলে নামায়
তেমন তলের জলের মতো শান্ত করো আমায়।
করতে ঘন দাও যদি চাপ
যেন গো তা বাড়ায় না তাপ
শান্ত-শীতল স্রোত যেন বয় গভীর সে তল জুড়ে।