বন্ধ করে দিলে আমার সামনে চলার সকল দ্বার
তাই জানি গো তোমার দ্বারে আমায় ডেকে নেবে এবার।
দেবেই পথে আলো জ্বেলে
তাই দিয়েছ আঁধার ঢেলে
যেন আলোর সে ঝলকে ঘোঁচে মনের অন্ধকার।
অবাধ পথে চলতে চলতে যাই ভুলে যে কেন চলি
আসল কথা ভুলে সদাই নিজের কথা শুধুই বলি।
তাই তো পথের বাঁকে বাঁকে
তোমার পথই আমায় ডাকে
লক্ষ্য আমার এমনি করেই দেখিয়ে দিও হাজার বার।
পথে যদি নাই দেখি ফুল
তবুও যেন না ভাবি ভুল -
নিঠুর হয়ে আমায় তুমি করলে শেষে পরিহার।