বুদ্ধি নিবি?
টাকা দিবি।
টাকা ছাড়া কিছুই নাই,
মূল্য ছাড়া বুদ্ধি কে পায়?
আমার বুদ্ধি,
অতি শুদ্ধি,
নেইকো তাতে ভেজাল।
আসল ছেড়ে চাও কি জাল?
এ বুদ্ধিতে কি পাওয়া যায়?
অনেক আছে সে তালিকায়।
বুদ্ধি নিলে কী কী হয়?
তার তালিকায় কীইবা নয়?
আমার বুদ্ধি কিনে
হ'লো অল্পদিনে
কত কোটিপতি।
আমার কেন এ গতি?
আমি বুদ্ধিজীবী -
কোটি টাকার ঢিবি
আমার হবে কি?
টাকা হলে বুদ্ধি রবে কি?
চাওতো কিছু নাম
যারা দিয়ে দাম
কিনলো অতি চড়াই?
করব নাকো বড়াই।
বাড়ীর কাছেই কত
কিনল শত শত।
নাহয় রাখি সেসব কথা,
বলি নিকট অভিজ্ঞতা।
আমেরিকা ও রাশিয়া
কিনলো বুদ্ধি হাসিয়া।
দেখো না তার পরে
তারা কেমন ব্যবসা করে।
করে দীর্ঘ বেচা কেনা
এক বাজারেই সেনা।
সেথায় মরা বেচে বেচে
ওরা আবার ওঠে বেঁচে।
চাও কিছু দাম কম?
দিই তবে একদম
শুধু তোমার জন্যে
দেবো না যা অন্যে।
কিনলে দুটো একটা ফ্রি
দুটোর দামে পাবে থ্রী,
মূল্য হ্রাসটা করতে শোধ
ছোট্ট একটা অনুরোধ।
আমায় বলবে - বুদ্ধিজীবী -
আমি এবং বিবি,
বেচবো বুদ্ধির ঢিবি।
আয় কে বুদ্ধি নিবি?