বুদ্ধি, বিদ্যা, জ্ঞান, এই তিনে যে মহান
এই জগতে বলো, কে আছে তার সমান?
বুদ্ধি হলো বিধির দেওয়া একখণ্ড ভূমি
তার উপরে ফলবে ফসল চাষ করলে তুমি।
অনাবাদী রাখলে ফেলে আগাছাতে ভরে
মল-মূত্র - কুকুর, শেয়াল, বিড়ালে ত্যাগ করে।
বিদ্যার বীজ লাগিয়ে সেথা নাও যদি তার যত্ন
বিদ্যা-গাছে ধরবে ঠিকই জ্ঞান ফসলের রত্ন।
সময় মত সঠিক আবাদ অধিক ফলন আনে
সোনার ফসল জ্ঞান-রত্ন, সর্বলোকেই জানে।
সময় গেলেও সারাজীবন করবে যখন চাষ
কম বা বেশী, সোনার ফসল পাবেই বারোমাস।
কম বুদ্ধির ভূমিখানি একটু অনুর্বর
সার ও জলে তবুও তাতে ফলন মনোহর।