বৃষ্টি শেষে গাছের পাতায় আলোর ঝিকিমিকি
কোন্ ভাষাতে, কোন্ ছন্দে, কোন্ কবিতায় লিখি?
রাতের বেলায় দেখেনি যে জোনাক কেমন জ্বলে
আয় দেখে যা দিনের আলোয় রাজকন্যার গলে -
স্নানের শেষে রোদের নিচে এলিয়ে দিয়ে চুল
চুল শুকাতে রাজকন্যা আপনাতে মশগুল।
অঙ্গে যে তার চুঁইয়ে পড়ে রঙিন জলের কণা
সাত রঙ যার দিচ্ছে এঁকে সোহাগী-আল্পনা।
নাক, কান আর গলায় দিল গহনা কে আপন
মিষ্টি বাতাস জাগায় তাতে দৃষ্টি কাড়া কাঁপন।
পলকবিহীন কবির নয়ন নেশায় বিভোর কী যে
দূরের প্রিয়ার অঙ্গ চোখে, হৃদয়টা যায় ভিজে।