ধন্য ওরে ধন্যরে তুই আছিস ভালোই বেশ
আমজনতা সর্বহারা, বংশে সোনার দেশ।
বংশগুণে পাওয়া-হওয়ার এমন দেশ আর নাই
বংশগুণেই আদর ঘৃণা হেথায় মানুষ পায়।
বংশগুণেই ভিখারি হয় এক ভিখারির ছেলে
রাজবংশে এলেই তবে রাজার আসন মেলে।
বংশগুণে সাধুর ছেলে এই দেশে হয় সাধু
হাজার চুরির মাফ পেয়ে যায়, কী যে মহাজাদু।
বংশগুণে চামচা বাপের চামচা ছেলে হয়
বাপের মতই লেহন করে নেতার পদদ্বয়।
বংশগুণে এই দেশে হয় চাষার ছেলে চাষা
বংশভেদে এই দেশে হয় নিষেধ ভালোবাসা।
ছেলেমেয়ের বিয়ের সময় ভালো বংশ খোঁজে
যদিও শেষে ভালো বলতে অনেক কিছুই বোঝে।
লোভী মানুষ কী কী পেলো তাতেই বংশ মাপে
রাজনীতিতে সন্ধি চলে টিকে থাকার চাপে।
বংশগুণে মুক্তিযোদ্ধার ছেলেমেয়ের জয়
বংশগুণে রাজাকারের ছেলেমেয়ের ভয়।
বিয়ের সূত্রে দুই বংশ তবুও যদি মেশে
বিরোধবিহীন দেশটা খেয়ে সুখী রবে শেষে।
আমজনতা চিরকালই এক অসহায় বংশ
রাজাকার বা মুক্তিযোদ্ধা সবার হাতেই ধ্বংস।
আসল মুক্তিযোদ্ধারা আজ লজ্জাতে মুখ লুকায়
বৃদ্ধ বয়েস, রোগ-অভাবে মরার পথে ধুকায়।