বন্ধু বলে ডাকব কারেও ভাবি আমি যখন
হঠাৎ যেন না না ক'রে ওঠে আমার মন।
বন্ধু ডাকা সহজ কথা, হওয়া সহজ নয়
বন্ধু যে জন যায় না তারে করা যে সংশয়।
হাজার দুঃখে কেঁদেও তারে চাই যে দেয়া সুখ
তার কাছেতেই থাকতে হবে যখন তাহার দুখ।
নিজের ক্ষুধায় ছাড়তে হবে প্রাণ বাঁচানো ভাত
তবুও কভু যায় না ছাড়া, বন্ধু যে তার সাথ।
স্বার্থ ছাড়াই দিতে হবে, চাই না বিনিময়
নেয়াতে নয় দেয়ার মাঝেই বন্ধুর পরিচয়।
যা দিবি তা দিতে হবে পাওয়ার আশা ছাড়াই
নয় অভিযোগ তোর দুঃখে নাই যদি সে দাঁড়ায়।
সব সহ্য করতে পারিস, নয় তো অবিশ্বাস
বন্ধু যদি না ভাবে সে, রুদ্ধ হবে শ্বাস।
ভেবে কারেও কাছের বন্ধু, শেষে জানিস যদি
সে কোনদিন হয়নি বন্ধু, কাঁদবি নিরবধি।
তাই তো যখন ভাবিস, কারেও বন্ধু বলে ডাকি
ভাবিস আগে, নিজের জন্যে রাখবি কী আর বাকি?
একাই তো তুই রইতে পারিস, যাক না দুখে দিন
সইতে কি তুই পারবি পেয়েও হইলে বন্ধুহীন?