তোমার সুখ বা দুঃখ যখন বুঝতে পারি না
রাগ বা খুশির ভাগ নেয়াটা খুঁজতে পারি না।
আকাশ যখন বেজায় গুমোট বুঝা বড়ই দায়
সেই গুমোটে বৃষ্টি নাকি ঝড়ের আভাস পাই।
অভিমানীর মুখটা নীরব তবুও আছে চোখ
নীরব মুখে কিছু কথা সেই চোখেতেই হোক।
তোমার মনে বৃষ্টি এলে তাতেই নাহয় ভাসি
বৃষ্টিস্নাত সূর্য নিয়ে দু'জন আলোয় হাসি।
গুমোট থেকে হঠাৎ ঝড়ে ভাঙলে সুখের ঘর
বজ্রপাতের আগুন এ বুক পুড়ায় নিরন্তর।