মাগো তুমি বলো না আর প্রথম হতে আমায়
পারে কি আর একই ক্লাসে প্রথম হতে সবাই?
প্রথম যারা হয় না তারা এতই কি মা খারাপ
তাদেরকে তাই শুধুই বকে তাদের মা ও বাপ?
প্রথম যারা হয় না তারা এতই মূল্যহীন
মা বাবা তাই তাদের আদর দেয় না কোনদিন?
ক্লাসে প্রথম হলেই কি মা মানুষ হওয়া যায়
মানুষ হওয়া মানে কি মা বস্তা ভরা টাকায়?
আমি যে মা ছোট্ট এখন ওসব কী আর বুঝি?
একটু খেলাধুলার মাঝে আনন্দটাই খুঁজি।
আমার আনন্দটাই যেন তোমার মতে দুষী
তাই মা তুমি চাইলে না তা, আমি যাতে খুশী।
তুমি ভাবো, খেলাধুলা ও সব দিয়ে বাদ
পড়াশোনায় প্রথম হলেই মিটতো তোমার সাধ।
তোমার মতই চায় যে সবাই তার ছেলে হোক প্রথম
হয় না যারা তারা কী মা মায়ের কাছে কম?
তারাও জগত ভরতে পারে অনেক রকম ভালোয়
মায়ের জীবন ভরতে পারে সেবা সুখের আলোয়।
একটা সমাজ চায় যে মাগো সব পেশারই লোক
যে যা করে তাতেই সবাই সৎ ও সুখী হোক।
আমার উপর চাপিও না মা এতো পড়ার চাপ
প্রথম যদি নাই হই মা, ছাড়ো পরিতাপ।
কদিন পরেই বিদায় নেবে আমার শিশু জীবন
আর পাবে না ফিরেও সেদিন এমন খুশীর ক্ষণ।
এসো মা তাই খুশীর মাঝেই জীবন গড়া শিখি
প্রথম তো নই, কমও তো নয় এটাই মনে লিখি।
খুশীর মাঝে সুস্থ সবল হলে জীবন গড়া
তোমার আমার সারা জীবন রবেই সুখে ভরা।
ক্লাসে প্রথম না হলেও মা আমায় ভালোবাসিস
আমায় মাগো করিস শুধু এতটুকু আশিস;
প্রথম যেন হতে পারি তোর ও বাবার সেবায়,
আর যেন মা অনাহারীর ক্ষুধার আগুন নেবাই।