কী বিচিত্র এই ছোট্ট পৃথিবী; কী বিচিত্র এর সৃজন:
পাহাড়, নদী, মরু, জনপদ, বন।
গন্ধ-মদির, সুন্দরী ফুল যেথা; সেই বনে রয় হিংস্র জানোয়ার:
ফুলগুলি হয় ধর্ষিতা বারবার।
যে মেঘে ঢাকে তীব্র সূর্য-খরা; ভাসায় ধরা শীতল বরিষণে:
সে মেঘ পুড়ায় বজ্রের গর্জনে।
যে মনের শুচি-প্রেম জোয়ারে মনুষ্য করে আত্ম বলিদান:
ক্ষণ-উন্মাদ সেই মন নাশে প্রাণ।
এই জগতে সবচেয়ে যে চায়; সবার ধনে ভরে নিজ কোষাগার:
ভিক্ষুক নয়, নামটি ধনী তার।
হাজার পাপের পঙ্কিলতায় সদা; মহাপাপীগণ পাপ করে নির্ভয়ে,
পুণ্যবান সব মরে পাপের ভয়ে।
সত্যের পথে ডাকি বিধাতা; সদায় শুনি সত্যের সাথে রয়,
তবু প্রতিদিন মিথ্যার জয় হয়।
যুদ্ধ অথবা শান্তি যা কিছু চলে; যুগ যুগ ধরে সাধু ও শয়তানে,
ঋণ শোধ হয়, মানুষের বলিদানে।
রচনা: ২ সেপ্টেম্বর, ২০১৬