যখন তোমায় গে’ছে সবায় ছেড়ে
আপন যে তার দেখা পাবার এইতো তোমার সময়
যখন নয়ন ভরা অশ্রু জলে কাঁদো
তখন প্রিয় যে তার বাহুডোরে হাসবে তোমার হৃদয়।
যখন মেঘলা রাতে বজ্রাঘাতে হৃদয় তোমার কাঁপে
যখন ঝড়ের রাতের অন্ধকারে অশ্রু আঁখি ছাঁপে
তখন কান পাতো ওই ভোরের পাখির গানে
নতুন সুরে নতুন খবর আনে
হবেই হবে পূর্বাকাশে নতুন রবির উদয়।
যারে আপন করে বাহুডোরে বেধেছিলে বুকে
হেসেছিলে ক্ষণে ক্ষণে মধুর স্বপন সুখে
তার নিঠুর আঘাত, জানি তোমার হৃদয় গে’ছে ভেঙে
বেলা শেষের আকাশ গে’ছে গোধুলিতে রেঙে।
আপন যখন পর হয়েছে পর সে হবে আপন
নতুন রঙে রাঙাও আবার জীবন
নতুন দিনে হবে তোমার নতুন পরিচয়।
যখন পথে ব’সে হতাশ মনে ভাবছ তুমি একা
জনবিহীন এ প্রান্তরে কারবা পাবে দেখা?
পথ হারিয়ে পথের মাঝে হ’য়ে যাবে হারা
তখন কন্ঠ ছেড়ে গা দেখি মন, হয়নিকো সব সারা
হবেই হবে সাঙ্গ হবে রোদন
নিঃসঙ্গ এইক্ষণে মনে হোক না রে তোর বোধন
কোটি জনের বিশ্বে কেন একলা হবার ভয়?
রচনাঃ ৫ ফেব্রুয়ারী, ২০১৩