দেশ বিদেশের নিয়ম বুঝি না
ঠিক বেঠিকের হিসাব খুঁজি না
মানুষ আমি, বুঝি মানুষ জীবন
এক মায়েতে জন্ম দেয়
অন্য মায়ে বুকে নেয়
নেই রে কিছু এ দুই মায়ের মতন।
মাটির বুকে টানলি রেখা
দেশের নাম তো তোদের লেখা
ঠিক বেঠিকের কে করে নির্ণয়?
মূর্খ তোরা খোল রে দৃষ্টি
এই মাটি যে করলো সৃষ্টি
বল দেখি তার নিজের দেশটা কই?
আসল মালিক নয়রে মালিক
তোরা খুঁজিস কে নাগরিক
তবে তার নিয়ম শুনে যা
জন্ম যে দেয় সে যেমন মা
জন্ম যেথায় সে তেমন মা
কাগজে নয়, লেখা খুনে যা।
নাগরিকত্ব ভাওতা-বাজি
দখলদারের সে কারসাজি
জন্ম-নাগরিকত্বের তুল্য কি?
ধর্ম-জাতের দোহাই ছেড়ে
মানুষকে তোর বুকে নে রে
মানুষ বিনে ধর্ম-জাতের মূল্য কি?
আয়রে মানুষ আজ গেয়ে যাই
নাগরিকত্বের পার্থক্য নাই
একটি বিশ্ব, একটি মাত্র দেশ
ভিন্ন দেশী দোহাই দিয়ে
মানুষ মারো, দাও তাড়িয়ে
পশুর-অধম এ প্রথা হোক শেষ।
রচনা: ২৮ নভেম্বর, ২০১৬