নাইরে পূঁথি নাইরে জ্ঞান, চেতনা যার আছে
হাজার জ্ঞানের ছাত্র সে যে এই বিশ্বের কাছে।
সূর্য উঠে শিখিয়ে দেবে বিলিয়ে কেমন আলো
আঁধার মুছে করতে হবে সকল জীবের ভালো।
চাঁদ শেখাবে কেমন করে পরের আলোর ঋণে
নরম হয়ে বিলিয়ে যাবে নীচের আলোকহীনে।
দীর্ঘ সময় বাঁচতে পারো, তারায় দেবে বলে
বৃহৎ হয়েও ছোট্ট রূপে মিটি মিটি জ্বলে।
বাতাস তোমায় শিখিয়ে দেবে, ঋতু ঘুরে ঘুরে
বইবে নানান অনুভবে, নানান ছন্দ-সুরে।
হাজার পাখি হাজার সুরে গেয়ে মধুর গান
শিখিয়ে দেবে কেমন সুখে ভরবে সবার প্রাণ।
পাহাড় তোমায় শিখিয়ে দেবে উচ্চে রেখে শির
ঝঞ্ঝা সয়ে ঝর্ণা বইয়ে দাঁড়িয়ে রবে স্থির।
নদী তোমায় শিখিয়ে দেবে নিজের লক্ষ্যে চলি'
নিজের দু'তীর ভেঙেও দেবে অন্যে জল ও পলি।
সাগর তোমায় শিখিয়ে দেবে বিস্বাদ লবন রেখে
মিঠা পানির মেঘ ঝরাবে তৃষ্ণার্তকে দেখে।
মেঘ শেখাবে কেমন তোমার সীমানাহীন ভ্রমন
জল ঝরিয়ে ভরিয়ে দেবে ধরার অনেক জীবন।
রাত শেখাবে আলোর শেষে আঁধার এলে নেমে
ধৈর্য ধরে আবার আলোর আশায় থেকো থেমে।
আকাশ শেখায় অনেক রঙের মাঝেও নিজের নীল
উদার বুকে করলে ধারণ খুঁজে পাবেই মিল।
ধরার মাটি শিক্ষা যে দেয়, নানান মানুষ বুকে
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মিশলে রবে সুখে।
সকল কিছুর কথা ও সুর শুনলে তোমার মন
ছন্দ-সুরে কাব্য-কথা লিখবে অনুক্ষণ।