বিশ্ব-বেহায়ার দল
আর কতটা করবি ছল
মানুষ জীবন নিয়ে
মুখে বলিস অনেক কথা
বুঝিসনিতো ওদের ব্যথা
একটু হৃদয় দিয়ে।
নামেই বানাও বিশ্ব-সংঘ
নিজের স্বার্থে সদাই লঙ্ঘ
নিজের স্বার্থ সবার উচ্চে
যখন যাদের দেখো শক্ত
অমনি যে হও তাদের ভক্ত
কামান শুধু দাগো তুচ্ছে।
মানুষ জাতি করিস ভাগ
ধর্মে, চর্মে - মর্মে বিরাগ
মুখেই মানবাধিকার
গণতন্ত্রের বাহানায়
অধর্ম আর অন্যায়
কতই তোরা করবি আর?
তোদের যদি একটা মরে
লক্ষ মারিস বছর ধরে
দখল করে পরের দেশ
দেশ ছেড়ে হয় শরণার্থী
তোদের দেশে আসার প্রার্থী
জল-সীমান্তে জীবন শেষ।
যেথায় যত পেয়েছো
পেটটা ভরে খেয়েছো
ফেলে গেছো ছুবড়া
আজকে এলে তোমার দ্বারে
নির্লজ্জ বলো তারে -
তোর দেশে মুখ থুবড়া।
শোন রে বিশ্ব-বেহায়া
থামা তোদের কান্না-মায়া
দুঃস্থ-জনের পাশে দাঁড়া
নইলে যাবি সাগর-তলে
নাম লিখিয়ে ফেরোর-দলে
ত্বরাই হবি বিশ্ব ছাড়া।
রচনা: ৩০ নভেম্বর, ২০১৬
## ফেরোর-দল = ফেরাউন বংশের অত্যাচারী ও অহংকারী সম্রাটগন। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসাল্লামকে (আঃ) খুন করার জন্যে পিছু ধাওয়া করলে, সমদ্রের পানি দুই ভাগে বিভক্ত হয়ে মুসা (আঃ) এর দলকে সমুদ্র পার হওয়ার রাস্তা করে দেয়। তাদেরকে অনুসরন করে যখন ফেরাউনের দল সমুদ্রের সে রাস্তায় নামে, দুই দিক থেকে পানির দেয়াল সজোরে এসে ফেরাউনের দলকে ডুবিয়ে মারে| এভাবেই শেষ হয় অত্যাচারী ফেরো বংশের সাম্রাজ্য।