জীবনের ঘুম তুমি ভাঙালে যদি
অনুরাগে এ জীবন রাঙালে যদি
কেন বাহুডোরে দিলে না ধরা?
যদি চিরদিন রহিল এ অন্তর
মরুর দহনে শুধু পিপাসা কাতর
কেন তব অবিরাম বৃষ্টি ঝরা?
কেন রহিলে শুধু এ হিয়ার অতিথি
কেন আনিলে না যৌবনে মিলন-তিথি
কেন ভাসালে না দুকুল ছাপায়ে নদী
কেন রহিলে ঢেউহীন শান্ত নিরবধি
সাগর সঙ্গমহীন শুধু জলে ভরা?
কেন আসিল না বৈশাখী ঝড়ের প্রলয়
কেন ভাঙিল না তব হৃদ-লজ্জা বলয়
কেন আসিলে না সুন্দর নিরাভরণ
কেন করিলে না শিহরিত তনুরে হরণ
রহিলে কেন শুধু হৃদয় হরা?
কেন হলে মোর আকাশে বৈশাখী মেঘ
যদি নাহি পারো পাড়ি দিতে ঝঞ্ঝার বেগ
কেন মোরে ঘুম ঘোরে বারবার ডাকিলে
কেন এ চাতকের আঁখি দুটি আকাশেতে রাখিলে
শেষে নাহি মেটে যদি হৃদয়ের খরা?
কেন কথা দিয়ে আসিলে না যমুনার কুলে
বৃথাই রহিনু বসিয়া যেথা লোক লাজ ভুলে
যদি জানো শেষে তুমি বাশি নাহি বাজাবে
আঁধারে মিলন বাসর নাহি সাজাবে
কেন মিছে বাঁশি সুরে মনে দিলে জ্বালা
কেন দোহে গেথেছিনু মিছে ফুলমালা
যদি সেই মালা কভু নাহি হবে পরা?
কিছু নাহি জানি কিছু নাহি বুঝি
তোমারে পাবোনা জেনেও তোমারেই খুঁজি
জানি জানি খুলিবে না বদ্ধ সে দ্বার
জনম জনমে সেথা তবু আসি বারবার
তবু কেন এ হৃদয় তোমারেই চায়
পুড়িতে জনম জনমের বিরহ ব্যথায়
তোমার বিহনে কি মোর হবেনা মরা?
৩১ মে ২০১৪