বিড়াল নাকি মাতব্বরের জাতটা ছেড়েছে
মাতব্বরের ছেলেরা তাই বিড়াল মেরেছে।
মিয়াঁও মিয়াঁও বিড়াল ডাকা
নিষেধ ছিল দেশে
কোন্ বিড়ালে ডাকলো সে ডাক
কারই বা নির্দেশে?
খুঁজতে গিয়ে ছেলেরা তার প্রাণটা কেড়েছে।
বিড়াল ছাড়াও দোষ করেছে
দ্বারের দারোয়ান
বেটা তখন ঘুমাইছিল,
না গাইছিল গান?
মাতব্বর তাই হুংকারে তার গলা ঝেড়েছে।
হায়রে বিড়াল, হায় দারোয়ান
তোদেরই নেই বোধ
মাতব্বরের দামাল ছেলে
করবে কে বল্ রোধ?
এমন অপরাধে কে বল্ বাঁচতে পেরেছে?