আয় রে আয় বাংলাদেশী আয় রে ছুটে আয়
এসেছে আজ বিজয় দিবস আনন্দে গান গাই।
প্রাণের দানে আনলো বিজয় যুবক যুবতী
তাই মোরা আজ স্বাধীন দেশের স্বাধীন ভূপতি
এ দেশ ভরা ধন ও ধান্যে
ছয়টি ঋতুর রূপ লাবণ্যে
তাই আজও সেই মায়ের জন্যে চরণ ধুয়ে সাগর বয়ে যায়।
প্রাণের দানে আনলো যারা এমন সোনার দেশ
হাজার দানেও হবে নাকো তাঁদের ঋণের শেষ
ইতিহাসের পাতায় পাতায়
বীর শহীদের হাজার গাঁথায়
বাংলাদেশীর মনের খাতায় এমন দেশের মতো দেশ আর নাই।
দিন মজুরের শ্রমে গড়া এমন সোনার দেশ
স্বর্গে গিয়েও গর্ব মোদের হবে নাকো শেষ
হাজার রকম ফসল ফলে
সোনার মাটির মিষ্টি জলে
আম, জাম আর কাঁঠাল ফলে স্বর্গ থেকে আসা সুবাস পাই।
রচনা: ১৫ ডিসেম্বর, ২০১৬