পৃথিবীর এই বিদ্যালয়ে শেষ হলো না শেখা
তাই হলো না বন্ধু, তোমার মনের মত লেখা।
যত কিছুই লিখেছিনু নীল আকাশের গায়
হারিয়ে গেছে তার বুকের ওই অসীম নীলিমায়।
সে সব বন্ধু তোমার মনে কাটেনি তাই রেখা
তাই হলো না বন্ধু, তোমার মনের মত লেখা।
মেঘের গায়ে লিখেছিনু বুকের ভালোবাসা
তড়িত্ হয়ে মিলিয়ে গেছে শেষ হ'লে তার হাসা।
সেই আলো তাই তোমার বুকে যায়নি কভু দেখা
তাই হলো না বন্ধু, তোমার মনের মত লেখা।
লিখেছিনু আমার কথা দক্ষিণ সমীরণে
ঝড় হয়ে তা হারিয়ে গেছে দূরের তমাল বনে।
তাই শোননি, আমার কথায় কাঁদলো কুহু কেকা
তাই হলো না বন্ধু, তোমার মনের মত লেখা।
যা লিখেছি সাগর জলে, তলিয়ে দিল ঢেউ
ঢেউয়ের তলে আমার লেখা পড়েনি তাই কেউ।
তোমার হৃদয়-সাগর তলের তাই পেলো না দেখা
তাই হলো না বন্ধু, তোমার মনের মত লেখা।
পৃথিবীর এই নাট্যমঞ্চে নাটক অবিরাম
কয়টিতে তার কে লেখে আর সঠিক শিরোনাম?
ব্যস্ত যে যার অভিনয়ে, হয় না কারো দেখা
তাই হলো না বন্ধু, তোমার মনের মত লেখা।
অসীম তোমার তৃষ্ণা বন্ধু, সাগর জলধ চাই
আমার লেখা তোমার মনে তাই পেলো না ঠাঁই।
বেলাশেষের রঙ নিয়ে তাই আঁকি রঙিন রেখা
ক্ষণিক হলেও মনে তোমার রেখো আমার লেখা।