নদী চলে জল-স্রোতে ঢালু পথে নিচে
মেঘ উড়ে পথ হাঁটে বায়ু পেলে পিছে।
নিথর বাতাস পায় গতি চাপ-তাপে
প্রলয় ও ভুমিকম্পে বসুমাতা কাঁপে।
পাখি গাছে গান গায় ঠিক ঋতু পেলে
পরিবেশের আবেগে ওড়ে পাখা মেলে।
কী আবেগে ঘটে সব, মানুষ কি জানে?
ঘটনার শব্দ আর বেগ তবু মানে।
মানুষের বেগে কিন্তু আবেগটা মূল
আবেগ হারালে পথ হয় মহাভুল।
আবেগেই ভালোবাসা আর ঘর বাঁধা
আবেগেই অভিমান, রাগ, হাসা-কাঁদা।
আবেগেই যুদ্ধ, শান্তি; হলে প্রয়োজন
মানুষ দেয় আবেগে আত্ম-বিসর্জন।