কেন ব্যথায় কাঁদে হৃদয় বোঝে নাতো কেউ
বোঝে নাকো কেন ওঠে সাগরের মত বুকে ঢেউ।
বেদনার ভাষা খুঁজে যে আকাশ কাঁদে
নীল রঙ বুকে নিয়ে কত রূপ সাধে।
রঙ-তুলি কত ছবি এঁকেছে
বেদনা কী তবু কেউ দেখেছে?
লিখেছে কী বেদনার কান্না কবিদের ভাষাতেও?
নয়নের বারি যদি ঝরে যায় নীরবে
বেদনার ধুলিকণা তাতে দূর কি হবে?
তবু মন বেদনায় কেঁদে যায়
তাতে কি সে বেদনা রূপ পায়?
যে কাঁদে, বেদনার রূপ কভু বোঝে নাকো সেও।