দেশে যখন এগিয়ে আসে সংসদীয় ভোট
নানান দলে গড়তে থাকে নানান রকম জোট।
এমন জোটের অর্থ হলো নেইকো ভিন্ন নীতি
বর্ণচোরা এসব দলের ক্ষমতাতেই প্রীতি।
সরকারি আর বিরোধী দল গণতন্ত্রের নামে
গণতন্ত্র ধবংস করে রাত বারোটায় থামে।
কোন নীতিতে বিরোধ তাদের সে জ্ঞানেরও অভাব
আমরা অমুক তোমরা তমুক চিৎকার পাড়া স্বভাব।
এদের ভেতর আদিম যুগের গণতন্ত্র বোধ
গালাগালি, মারামারি, শোধ আর প্রতিশোধ।
আমজনতা আমের লোভে একটা গাছে ওঠে
আমও নয় আঁটিও নয়, বুলেট, বোমা জোটে।
সরকারি দল দরকারি কল করেই রাখে দখল
সব করা হয় যেমনটা চায় ভোটের ফলাফল।
জিতবে যারা বলবে তারা দুর্নীতিহীন ভোট
পুকুর চুরি - হারবে যারা, বলবে হয়ে জোট।
ভোটের আগে, ভোটের পরে এবং ভোটের সময়
মিথ্যেই হয় দেশের সম্পদ, জীবন অপচয়।
দুদিন পরেই একই প্রথায় চলবে আবার দেশ
সরকারি দল বলবে হেসে উন্নয়ন অশেষ।
বিরোধীদল বলবে গেল দেশটা রসাতলে
চীতকার দেবে সংসদে নয়, বাইরে বৃক্ষতলে।
ভাঙবে গাড়ি, পুড়বে বাড়ি, ভুগবে জনগন
শ্লোগান দিয়ে পথের মাঝে করবে মহারণ।
হায় রে মজার এমন এ দেশ, হয় না যেতে অফিস
বাসায় বসেই পাবে তখন বেতন, ভাতা, ফিস।
মরবে যাদের অফিসও নেই, পায় না বেতন ভাতা।
দোকান, বাজার, কর্ম বন্ধ, খা গে ব্যাঙের ছাতা।