এ দেশ আমার, এ দেশ তোমার
এ দেশ সকল বাংলাদেশীর
এ দেশ বাংলাদেশ।
এ দেশ মায়ের সত্ত্বে পাওয়া
এ দেশ ভায়ের রক্তে পাওয়া
এ দেশ বোনের সম্ভ্রমেতে
দীপ্ত অনিমেষ -
এ দেশ বাংলাদেশ।
আমার এ দেশ ধানে ভরা
আমার এ দেশ গানে ভরা।
এই দেশে বয় সাগর, নদী
যার বুকে ঢেউ নিরবধি।
এ দেশ ভরা ফুলে ফলে
এ দেশ ভরা মিঠা জলে
এ দেশ বনের ছায়ায় ঘেরা
এ দেশ মনের মায়ায় সেরা।
এ দেশ যেন মায়ের বাহুডোর
প্রশান্তিতে ঘুমের পরিবেশ -
এ দেশ বাংলাদেশ।
এ দেশবাসী পরিশ্রমি
ফসল ফলায় চষে জমি
এই দেশেরই সন্তানেরা
নানান কাজে বিশ্বে সেরা
শান্ত মনের শান্তিপ্রিয়
বিশ্ব-মানবের আত্মীয়।
তবুও, মর্যাদা আর মুক্তির সংগ্রামে
বীরের মত রাজপথে সব নামে
প্রতিবাদ আর বিদ্রোহে দেয় প্রাণ
হাজার বীরের বীরত্বের সে গান
গেয়েও কভু হবে নারে শেষ -
এ দেশ বাংলাদেশ।