করবে ধনী অঢেল ধনে
শুধুই বিলাস এই জীবনে
চাইনি কোনদিনই
অভাব যা, তা কোরো পূরণ
অনাড়ম্বর জীবন ধারণ
আর রেখো না ঋণী।
ভিক্ষাতে নয়, কর্মে দিও
কর্মপ্রীতি, এ মর্মে দিও
আর দেহে সামর্থ্য
শক্তি দিও আমার মনে
বাঁচার তরে নিত্য রণে
হই যখনই ব্যর্থ।
দাও যদি ধন আমার হাতে
কারোর পাওনা রেখে তাতে
নির্লোভ করো মন
যার যা পাওনা তারে দিতে
না পাই ব্যথা ভ্রান্ত চিতে
না নিই দীর্ঘ ক্ষণ।
নাইবা দিলে বিশাল প্রাসাদ
মাথার উপর দিও গো ছাদ
কাটাতে রাতদিন
দ্বারখানা তার রেখো খুলে
আপন পরের হিসাব ভুলে
আসলে গৃহহীন।
দাও যদি গো অভাব-ক্ষতি
নিভাইয়ো না তোমার জ্যোতি
বিশ্বাস দিও অটঁল
অভাব ব্যথায় হারিয়ে দিশে
আঁধারে যেন না যায় মিশে
তুমিহীন যেথা অতল।