এই পৃথিবীর হট্টগোলের হাটে
সব মানুষই পথিক হেথায়, যে যার পথে হাঁটে।
চলা তেমন পথটা যেমন নানান বাঁকে বাঁকে
পথের শেষে কারো চলা নীরব থেমে থাকে।
কজন আছে পথের মাথায় পাহাড়টাকে কাটে?
কয়জনে চায় বাঁকা পথটা করে দিতে সোজা
অকারণে বইতে মাথায় পাথর-মাটির বোঝা?
কয়জনে আর ছেয়ে থাকা পথের কাঁটা ছাঁটে?
এমন কাজে ভুলেও যদি কেউ এগিয়ে আসে
সেই পথে চলা পথিকগনই পাগল বলে হাসে।
সেই পাগলে খাঁদে ফেলে মারার ফন্দি আঁটে।
তবুও পাগল আগল খুলে নিজের কাজে ছোটে
তাই অনেকের সোজা পথে চলার ভাগ্য জোটে।
আয় কে যাবি সেই পাগলের পাহাড় কাটা নাটে।