আমার যাবার সময় এলে
তুমি থেকো ছুঁয়ে
দুটি কথা বলো তখন
আমার কানে নুয়ে।
তোমার মধুর পরশ দিয়ে
হৃদয়ে শেষ হরষ দিয়ে
আমার নিথর দেহখানা
দিও তুমি ধুয়ে।
সাজিয়ে দিও মনের মত
নতুন শুভ্রবাসে
যেন আমার হৃদয়খানা
বিদায় ক্ষণেও হাসে।
হৃদয় তোমার ব্যকুল হলে
ব্যথায় ভরা নয়ন জলে
ক্ষণিক না হয় আমার পাশে
একটু থেকো শুয়ে।
সেদিন থেকে দীর্ঘ সময়
ভাববে নীরব তোমার হৃদয়
আমার যত স্মৃতিগুলো
তোমার বুকে থুয়ে।