এই আসরের সকল কবি
আসুন সবাই আসুন
আজকে না হয় অকারণেই
একটুখানি হাসুন।
দুঃখ, ব্যথা, রাগ-অনুভব
বুকের ভেতর বদ্ধ যা-সব
ফুঁ-এর সাথে উড়িয়ে দিয়ে
হালকা হয়ে ভাসুন
আসুন সবাই হাসুন।
এই জগতে রঙিন ফুলের
বাগান যেথায় আছে
হাজার কীটের আনাগোনা
সদাই তারই কাছে।
কীটের হুলে যে ফুল ঝরে
তার বোঁটাতেই ফল যে ধরে
বিদ্ধ ফুলের ব্যথায় কেঁদেও
কীটকে ভালোবাসুন
আসুন সবাই হাসুন।
মনের ভেতর জমে যখন
পরের তরে বিদ্বেষ
সেই আগুনে নিজেই পুড়ে
যায় যে হয়ে শেষ।
পরের ঘরের যে ছাই উড়ে
তাতেই নিজের ঘরটা পুড়ে
সকল ঘরে ফুল ফুটাতে
মনের বিদ্বেষ নাশুন
আসুন সবাই হাসুন।
বনের নানান ফুলে ধরে
নানান রঙের বাহার
যেন সবাই ডেকে শুধায়
রঙটা সেরা কাহার।
ভ্রমর সেসব বিচার ভুলে
নেয় যে মধু সকল ফুলে
সকল ফুলের বাহার বিনে
হয় কী বনের নাচুন?
আসুন সবাই হাসুন।
সকল ফুলের সকল রঙের
বন্ধু কবি আসুন
সকল ভুলে আজকে শুধু
ভুলের ফাঁসে ফাঁসুন।
ভালোমন্দের বিচারবিহীন
আজকে সবাই নাচবো তা-ধিন
গাইবো সবাই কণ্ঠ ছেড়ে
তাই জোরে সব কাশুন
আসুন সবাই হাসুন।