বাঙালীর চিরদিন আছে এক রোগ
মতের অমিল হলে দাও অভিযোগ।
আসরের কবিতায় ভিন্ন মত মনে
এক কবি অভিযোগ দেয় অন্যজনে।
ভালো বোধে লেখে যদি কিছু ভাব-শব্দ
মনে মনে হাসে কেউ, করা চায় জব্দ।
অভিযোগে বারবার করে ভ্যান ভ্যান
নিয়মের বহির্ভূত, করা হোক ব্যান।
"যত মত তত পথ" মুখে বড় বাণী
অন্য মত দিলে কেউ কাটে গলাখানি।
সবার শ্রেষ্ঠ তোমার জাত, ধর্ম, দেশ
লেখো যদি পাবে তুমি ঠিক - বেশ বেশ।
ভুলে যায় - কাজ এক, বিভিন্ন উদ্দেশ্য
কখনো পবিত্র কাজ, কখনো তা বেশ্য।