আসবে বলে তুমি, সকাল থেকেই বসে আছি একা
ক্ষণে ক্ষণেই ভাবি, কখন হবে তোমার সাথে দেখা।
আসবে বলে, সজনে পাতায় কেমন যেন কাঁপন
লাউয়ের লতা পাইন গাছে খুঁজছে যেন আপন।
বৃষ্টি ধোয়া কুমড়ো গাছে ফুটলো হলুদ ফুল
ঝিঙ্গে ফুলের পাপড়ি নিয়ে ভ্রমর যে মশগুল।
হাস্নাহেনা গন্ধ ছড়ায় সন্ধ্যা হওয়ার আগে
দিগন্ত হয় লজ্জা রাঙা অস্ত আবির রাগে।
আসবে বলে তুমি, মনের ডালি সাজায় এমন সাঁঝে
হাত ফসকে জিনিস পড়ে, আনমনা হই কাজে।
অবহেলায় যতকিছুই নিত্য ছিল পড়ে
আজকে সেসব গুছিয়ে রাখি একটু যত্ন করে।
আসবে বলে অনেক কিছুই পেলো হাতের ছোঁয়া
আসবে বলেই আঙিনাটা আজকে হলো ধোয়া।
খাবার টেবিল আজকে আবার অনেকদিনের পরে
তোমার চাওয়া খাবারগুলোই সাজলো থরে থরে।
আসবে বলে খিড়কি দ্বারে কান দুটি রয় খাড়া
সেই সুযোগে বাতাসটা বয় কেমন ছন্নছাড়া।
কার আশাতে রাত্রি জেগে কাঁদলো বনের পাখি
তারই সাথে রাত্রি জেগে আমিও আশায় থাকি।
আসলে নাকো আমি যখন সাজালাম এই ঘর
আসলে নাকো আমার যখন কাটলো অবসর।
নয়তো তুমি এসেছিলে, ছিলেও চারিপাশে
আকাশ থেকে ঝরেছিলে শিশির হয়ে ঘাসে।
নইলে কেন এলে নাকো, হলো না তা জানা
ভাবতে যদিও চাই না তা আর, মন মানে না মানা।